শেষ চিরকুট!
শেষ চিরকুট!
-মাহফুজ আহমেদ
ভালো থেকো সবসময়,কারণ আমি জানি ভালো না থাকাটা যে ভীষণ যন্ত্রণার!
নিজের খেয়াল রেখো,আমি বুঝি কেউ খেয়াল না রাখলে,এই পৃথিবীতে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়,
তাতে করে অন্তত নিজেকে অসহায় লাগেনা,
ইচ্ছায় অনিচ্ছায় করা ভুল গুলোর জন্য,
করজোড়ে ক্ষমা চাই,আমি জানি কেউ ক্ষমা না করলে,যাপিত জীবন বড্ড অভিশপ্ত হয়!
ইতি,
তোমার হারিয়ে ফেলা,
কিংবা অবহেলায় ছুড়ে ফেলা,
রেণু!
Comments
Post a Comment